এসবিএসি ব্যাংকের স্টার্ট-আপ ফান্ড হতে ঋণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের স্টার্ট-আপ ফান্ড হতে প্রযুক্তিগত উদ্ভাবনী প্রতিষ্ঠান পিয়ারস গ্লোবাল লিমিটেডকে ৭০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুন) প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান পিয়ারস’র সিইও এবিএম আমির খসরু নিকট ঋণ অনুমোদনপত্র হস্তান্তর করেন।
এসময়ে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল মতিন ও মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া এবং ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এসবিএসি ব্যাংক নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাংকের পরিচালন মুনাফা হতে এ তহবিল গঠন করে এবং স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো ৪ শতাংশ সুদে ঋণ পান। এ খাতে কেন্দ্রীয় ব্যাংকেরও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে।