লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া ৩৭৫ টি প্রতিষ্ঠানের সর্বমোট ৬০০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (৪ জুলাই) কোম্পানিটির সর্বমোট ১৬ লাখ ৫৯ হাজার ৫৭০ টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজারদর ৪১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের এদিন ২৭ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হাসপাতাল, ফু-ওয়াং সিরামিক, রুপালী লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা এবং জেমিনি সি ফুড।