মা হারালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী
বিনোদন ডেস্ক : করোনায় বাবাকে হারানোর পর এবার মমতাময়ী মা শান্তিরানি চক্রবর্তীকে হারালেন খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা। খবরটি নিশ্চিত করেছেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। দাদিমা আর আমাদের মধ্যে নেই।’ অভিনেতার মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এ। বহু বছর পর ফের এই রিয়েলিটি শোয়ের হাত ধরে বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি। দিন কয়েক আগে ‘ডিবিডি’র সেটে বাবার মৃত্যুর স্মৃতিচারণা করতে শোনা যায় তাকে। এবার মাকে হারিয়ে শোকে কাতর মহাগুরু।