সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফু-ওয়াং ফুড
নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৪.০৬ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩২৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৪ কোটি ৯৩ লাখ ২২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৯ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৮ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার টাকা।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০.৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ব্যাংক, ফু-ওয়াং সিরামিকস, ইয়াকিন পলিমার, জেনারেশন নেক্সট ফ্যাশন, খুলনা প্রিন্টিং, ওরিয়ন ইনফিউশন ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটড।