ফাইন্যান্স-এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৩
‘বিগেস্ট এনভায়রনমেন্টাল, অ্যাওয়ার্ড সহ তিনটি পুরষ্কার পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ফাইন্যান্স-এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৩-এ তিনটি বিভাগে পুরষ্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ‘বিগেস্ট এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভার্নেন্স ইমপ্যাক্ট’ ও ‘মোস্ট প্রগ্রেসিভ ডাইভারসিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন’-এর পাশাপাশি পুনরায় ‘বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্যাংকটি।
এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভার্নেন্স (ইএসজি) খাতে স্বচ্ছতা, কর্তব্যশীলতা ও উন্নয়নশীল কর্মকান্ডের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন ও টেকসই বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাছাড়া চরের জনগোষ্ঠীর উন্নয়ন, একটি সবুজ ভবিষ্যতের জন্য বীজ বপন, কমিউনিটি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবায় সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে ত্বরান্বিত, সুবিধাবঞ্চিতদের প্রয়োজনীয় কর্মসংস্থান সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড সারা দেশব্যাপী মানুষের জীবনে পরিবর্তন আনতে সহায়তা করছে।
ডাইভারসিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন (ডিইআই)-এর পরিপ্রেক্ষিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশ্বাস করে যে, সকলের মতামত এবং দৃষ্টিভঙ্গির ফলে চিন্তাভাবনার ব্যাপক প্রসার সম্ভব। সকলের জন্যে নিরাপদ পরিবেশ ও সহকর্মীদের মধ্যে সহনশীলতা, সম্পৃক্ততা ও ক্ষমতায়নের বৃদ্ধির মাধ্যমে এমন একটি কর্মক্ষেত্র গড়ে তোলা সম্ভব, যা সমতা, ন্যায়পরায়ণতা ও সাংস্কৃতিক সাবলীলতার বিকাশে সহায়তা করে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “২৭তম ফাইন্যান্স-এশিয়া অ্যাওয়ার্ডস-এ তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ব্যতিক্রমধর্মী ইএসজি উদ্যোগগুলো নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এবং আমার বিশ্বাস, এই অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের অভ্যন্তরীণ উন্নয়নের পাশাপাশি ক্লায়েন্টদের চাহিদা মোতাবেক সেবা প্রদানেরও অনুপ্রেরণা পাচ্ছে। এই যাত্রায় আমাদের প্রতি আস্থাশীল থাকায় সকল ক্লায়েন্ট, রেগুলেটর এবং অন্যান্য স্টেকহোল্ডারদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। স্ট্যান্ডার্ড চার্টার্ড মহামারী চলাকালেও দেশের সমৃদ্ধির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ২০২২ সালে ২৫টি আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ফাইন্যান্স-এশিয়া হলো এশিয়া অঞ্চলের প্রধান পুঁজিবাজার প্রকাশনা সংস্থা। এই বছর ২৭ তম আসর নিয়ে ফাইন্যান্স-এশিয়া অ্যাওয়ার্ডস সঞ্চালিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তাদের ক্লায়েন্টদের জন্য বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে কাঙ্খিত ফলাফলে উদ্বুদ্ধ করে ফাইন্যান্স-এশিয়া অ্যাওয়ার্ডস ।