সাকিব-তামিমে বাংলাদেশের বড় জয়
স্পোর্টস ডেস্ক: হার দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ এ দল ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি। দ্বিতীয় ম্যাচেই ব্যাটিংয়ে-বোলিংয়ে দাপট দেখালো টাইগাররা। আগে ব্যাটিং করতে নেমে তানজিম হাসান সাকিবের আগুনে পুড়েছে ওমান এ দল! আর ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ঝড় তুলেন তানজিদ হাসান তামিম। তার হাফ সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ।
শুরুতে ব্যাটিং করতে নেমে ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ২৬ রান করেন আয়ান খান। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন সাকিব। জবাবে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যেখানে ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন তামিম।