স্পোর্টস ডেস্ক : সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর আফগানিস্তান। সিরিজ জয়ের মিশনে টসভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাট করবে।
ওয়ানডে সিরিজ হারলেও প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে এসে ২ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।