আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ জুলাই ২০২৩, শনিবার |

kidarkar

লক্ষীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফইইউ)-এর সহযোগিতায় লক্ষীপুরে জেলা শহরে আজ অনুষ্ঠিত হয়েছে “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা।

শনিবার (২২ জুলাই ২০২৩)লক্ষীপুরে সদরের স্থানীয় একটি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা জনাব শাহ মো মঈনউদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনেট এর অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ মহসিন হোছাইনী। বিএফইইউ এর উপপরিচালক মোঃ আশরাফুল আলম ও মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক ফয়সাল কবির দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালাটি পরিচালনা করেন।

উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী ৩২ টি ব্যাংকের ৭২জন কর্মকর্তাকে সনদপত্র প্রদান করা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.