আওয়ামী লীগ জরুরি সভায় বসছে বিকেলে
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে জরুরি সভায় বসছে আওয়ামী লীগ।
শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সভা শুরু হবে।
ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির জ্যেষ্ঠ নেতারা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, শনিবার বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
সভায় আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।
এদিকে একই দিন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিকেলের জরুরি সভায় এ বিষয়ে পর্যালোচনা হতে পারে বলে জানা গেছে।