আজ: শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ইং, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ জুলাই ২০২৩, রবিবার |

kidarkar

ঋণে জর্জরিত এমকে ফুটওয়্যার, আইপিওতে আসা নিয়ে নানা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: এম কে ফুটওয়্যার ঋণের পাহাড়ে থেকেও আইপিওতে অনুমোদন পেয়েছে। বিষয়টি নিয়ে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে নানা সমালোচনা। শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের আগে এক লাফে ১ কোটি টাকার পরিশোধিত মূলধনের এমকে ফুটওয়্যার ৩৭ কোটি ৮৫ লাখে উন্নীত হয়েছে। বাজারে আসার আগে এই দ্রুত উন্নতিকে অস্বাভাবিক মনে করেন বাজার সংশ্লিষ্টরা। যে কারনে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের আগে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এমকে ফুটওয়্যার শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে দ্রুত পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে। এতে রয়েছে বিতর্কিত শেয়ার মানি ডিপোজিটকে শেয়ারে রুপান্তর। সম্প্রতি একটি কোম্পানির শেয়ার মানি ডিপোজিট নিয়ে বিতর্ক উঠে। যার ব্যাংক স্টেটমেন্ট এবং নিরীক্ষা প্রতিবেদনও আছে। কিন্তু প্রকৃত পক্ষে শেয়ার মানি ডিপোজিটবাবদ কোন অর্থ কোম্পানিতে জমা দেওয়া হয়নি বলে বিএসইসির অনুসন্ধানে উঠে এসেছে। যে কারনে কোম্পানিটির পরিশোধিত মূলধন কমানোর উদ্যোগ নিয়েছে বিএসইসি। সেরকম শেয়ার মানি ডিপোজিট এমকে ফুটওয়্যারের কিউআইওতে আসার আগে ছিল। যেগুলোকে আইপিওতে আবেদনের আগে শেয়ারে রুপান্তর করা হয়েছে। যেমনটি করা হয়েছিল ওই বিতর্কিত কোম্পানির ক্ষেত্রেও। কিন্তু প্রকৃত পক্ষে বিক্রির টাকা বা অন্যকোন কারনে কোম্পানিতে ঢুকা অর্থকে শেয়ার মানি ডিপোজিট হিসেবে দেখানো হয়েছিল। যার প্রকৃত ঘটনা এখন বেরিয়ে এসেছে।

এমকে ফুটওয়্যারের খসড়া প্রসপেক্টাসের ৫৭ পৃষ্টা অনুযায়ি, ৩৭ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৭ দশমিক ৩৬ শতাংশ ইস্যু করা হয়েছে ২০২২ সালের ৩০ এপ্রিল। যার প্রায় পুরোটাই শেয়ার মানি ডিপোজিট থেকে ইস্যু করা হয়েছে।
এমকে ফুটওয়্যার আকারে ছোট হলেও ঋণের পাহাড়ের নিচে আছে। যে কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে পরিশোধ করতে হবে (স্বল্প মেয়াদি ও কারেন্ট ম্যাচুউরিটি) ৬৯ কোটি ২৬ লাখ টাকা। অথচ কোম্পানির সর্বশেষ অর্থবছরে নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৩১ লাখ টাকা। এছাড়া চলতি দায়ের থেকে কোম্পানিটির চলতি সম্পত্তির পরিমাণ কম।

৩৭ কোটি ৮৫ লাখ টাকার এমকে ফুটওয়্যারের সর্বশেষ ২০২১-২২ অর্থবছর শেষে মোট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৬৪ লাখ টাকায়। যা পরিশোধিত মূলধনের ৩ দশমিক ৬৬ গুণ এবং ইক্যুইটি বা নিট সম্পদের ২ দশমিক ৮৩ গুণ। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি মাত্রাতিরিক্ত ঋণের কারণে ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এমন ঋণের পাহাড়ে অনেক কোম্পানিকেই দেউলিয়া হওয়ার মতো ঘটনা দেশে আছে। এমনকি সম্প্রতি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান ফিডের কারখান নিলামে তোলার বিজ্ঞপ্তি দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
খসড়া প্রসপেক্টাসের ৪৯ পৃষ্টা অনুযায়ি, ২০১৯-২০ অর্থবছরে ১৬ কোটি ১৯ লাখ টাকার স্বল্পমেয়াদি ঋণ নিয়েছে এমকে ফুটওয়্যার। কিন্তু ৪৮ পৃষ্টায় ২০২০ সালের ৩০ জুন ব্যালেন্স শীটে স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ দেখানো হয়েছে ১৪ কোটি ২৯ লাখ টাকা।
২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে ব্যালেন্স শীটে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ বেড়েছে ৪৯ কোটি ৪ লাখ টাকা। কিন্তু নগদ প্রবাহ হিসাবে এই বৃদ্ধির পরিমাণ ৪৭ কোটি ১৫ লাখ টাকা। এখানে সুদজনিত ব্যয়ের যে ১০ লাখ ২২ হাজার টাকা কম দেওয়া হয়েছে, সেটাকে বিবেচনায় নিলেও নগদ প্রবাহ ও ব্যালেন্স শীটের মধ্যে মিলছে না।

একইভাবে ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে ব্যালেন্স শীটে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ বেড়েছে ২০ কোটি ৯৭ লাখ টাকা। কিন্তু নগদ প্রবাহ হিসাবে এর পরিমাণ ২০ কোটি ৬৮ লাখ টাকা। এখানেও সুদজনিত ব্যয়ের যে ১৭ লাখ ২ হাজার টাকা কম দেওয়া হয়েছে, সেটাকে বিবেচনায় নিলেও নগদ প্রবাহ ও ব্যালেন্স শীটের মধ্যে মিলছে না। তবে নগদ প্রবাহের সঙ্গে ২০১৯-২০ অর্থবছরের দীর্ঘমেয়াদি ঋণের ব্যালেন্স শীট ঠিক আছে। কয়েক বছর ধরে শেয়ারবাজারে আইপিওতে আসার আগেই হঠাৎ করে পরিশোধিত মূলধন কয়েকগুণ বেড়ে যাওয়ার বিষয়টি সমালোচনার মধ্যে রয়েছে। যে বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নও রয়েছে। যেটার সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার সংশ্লিষ্টরা।
এমকে ফুটওয়্যার ব্যয় কমিয়ে মুনাফা বেশি দেখানোর জন্য আসবাবপত্রে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ১০ শতাংশ হারে ২০ বছর মেয়াদে অবচয় চার্জ করে। এছাড়া প্লান্ট অ্যান্ড মেশিনারীজে ২০ বছর মেয়াদে অবচয় চার্জ করে। কিন্তু একটি কোম্পানির প্লান্টে ১৩ বছর মেয়াদি অবচয় চার্জকে কম বিবেচনায় আইপিও বাতিল করে দিয়েছিল কমিশন।

এদিকে বিএএস-১৬ অনুযায়ি, ল্যান্ড ডেভোলপমেন্ট অবচয়যোগ্য সম্পদ। এরমধ্যে প্রাচীর, রাস্তা ইত্যাদি সম্পদ থাকে। যেগুলোর নির্দিষ্ট আয়ুস্কাল আছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ল্যান্ড ডেভোলপমেন্টের উপর অবচয় চার্জ করে না।

হিসাববিদদের মতে, বিএএস-৩৬ অনুযায়ি যেকোনো প্রতিষ্ঠানের ইমপেয়ারম্যান্ট লস হওয়া স্বাভাবিক। কিন্তু কোম্পানিগুলো তা না করে সম্পদ ও মুনাফা বেশি দেখায়। এক্ষেত্রে এমকে ফুটওয়্যারও এর ব্যতিক্রম না। প্রসপেক্টাসের ১১২ পৃষ্টায়, ডাইলুটেড ইপিএস বলে তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে ওয়েটেড এভারেজ শেয়ার দিয়ে ২০২১-২২ অর্থবছরের ডাইলুটেড ইপিএস গণনা করা হয়। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.