আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আইসিবি ইউনিট ফান্ডের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের বিনিয়োগকারীদেরকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৪.৯০ শতাংশ হারে লভ্যাংশ দেওয়া হবে।
রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত আইসিবির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত লভ্যাংশ অনুমোদন করা হয়।
আইসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আইসিবি ইউনিট সার্টিফিকেট এর পুনঃক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭২ টাকা, ১ আগস্ট থেকে কার্যকর হবে।
ইসিবি এর পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান। সভায় অংশ নেন-আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, আইসিবি এর পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, আইসিবি’র উপ-
ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানসহ মহাব্যবস্থাপকগণ।