শ্রমিকদের লভ্যাংশের ২.৬৪ কোটি টাকা হস্তান্তর করেছে ম্যারিকো
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রম কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২০২২-২৩ অর্থবছরে অর্জিত প্রায় ২.৬৪ কোটি টাকা ল্ভ্যাংশ প্রদান করেছে, যা গত অর্থবছরের তুলনায় ১১.৮৮ শতাংশ বেশি।
ঢাকায় শ্রম ও কর্মসংস্থান সচিবালয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) এইচআর ডিরেক্টর এবং এমবিএলের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান শ্যামল কিশোর-এর প্রতিনিধিত্বে একটি দল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে একটি চেক উপস্থাপন করে। প্রতিনিধিদের দলে ছিলেন এমবিএল-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার শফিক মোশাররফ এবং এমবিএল-এর হেড অফ ট্যাক্সেশন অ্যান্ড ট্রেজারি শরীফ সজিব আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহসান-ই-এলাহী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রম কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রজত দিওয়াকার বলেন, “প্রতিটি অর্থবছরে ম্যারিকোর এই ব্যবসায়িক কর্মক্ষমতা আসলে আমাদের নিষ্ঠাবান সদস্যদের কর্মের প্রতিফলন। আমাদের এই অর্জন ছিলো সকল কর্মকর্তা ও কর্মীদের একত্রিত প্রয়াসের ফসল এবং আমরা সেই লভ্যাংশ থেকে শ্রম কল্যাণ ফাউন্ডেশনে অবদান রাখতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী কর্মী বাহিনী গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, এই তহবিল আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু, আঘাত, দুরারোগ্য রোগের চিকিৎসা এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য সহায়তা প্রদান করবে।