আজ: শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ইং, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অগাস্ট ২০২৩, বুধবার |

kidarkar

শ্রমিকদের লভ্যাংশের ২.৬৪ কোটি টাকা হস্তান্তর করেছে ম্যারিকো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রম কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২০২২-২৩ অর্থবছরে অর্জিত প্রায় ২.৬৪ কোটি টাকা ল্ভ্যাংশ প্রদান করেছে, যা গত অর্থবছরের তুলনায় ১১.৮৮ শতাংশ বেশি।

ঢাকায় শ্রম ও কর্মসংস্থান সচিবালয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) এইচআর ডিরেক্টর এবং এমবিএলের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান শ্যামল কিশোর-এর প্রতিনিধিত্বে একটি দল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে একটি চেক উপস্থাপন করে। প্রতিনিধিদের দলে ছিলেন এমবিএল-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার শফিক মোশাররফ এবং এমবিএল-এর হেড অফ ট্যাক্সেশন অ্যান্ড ট্রেজারি শরীফ সজিব আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহসান-ই-এলাহী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রম কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রজত দিওয়াকার বলেন, “প্রতিটি অর্থবছরে ম্যারিকোর এই ব্যবসায়িক কর্মক্ষমতা আসলে আমাদের নিষ্ঠাবান সদস্যদের কর্মের প্রতিফলন। আমাদের এই অর্জন ছিলো সকল কর্মকর্তা ও কর্মীদের একত্রিত প্রয়াসের ফসল এবং আমরা সেই লভ্যাংশ থেকে শ্রম কল্যাণ ফাউন্ডেশনে অবদান রাখতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী কর্মী বাহিনী গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, এই তহবিল আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু, আঘাত, দুরারোগ্য রোগের চিকিৎসা এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য সহায়তা প্রদান করবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.