আজ: শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ইং, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ অগাস্ট ২০২৩, শনিবার |

kidarkar

টেকসই রেটিংয়ের ভালো তালিকায় শেয়ারবাজারের ৭ ব্যাংক, ২ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই রেটিংয়ের ভালো করা তালিকায় অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছে। এবারের তালিকাটি করা হয়েছে ২০২২ সালের তথ্যের ভিত্তিতে।

কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ যে টেকসই ব্যাংকের নাম প্রকাশ করেছে, সেখানে ক্রমতালিকা সাজানো হয়েছে আদ্যক্ষরের ভিত্তিতে। ফলে মানের দিক থেকে কোন ব্যাংক এগিয়ে আছে, তা এখানে জানা যায় না। টেকসই ৭ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক বলছে, মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর সূচক ও সেবার পরিধি।

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব প্রকল্পে ঋণ, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। অনেক ব্যাংকে সৌর বিদ্যুতের ব্যবহার হচ্ছে। গাছ কাটা কমাতে কমিয়ে আনছে কাগজের ব্যবহার। পাশাপাশি অফিসগুলোতে বিদ্যুতের ব্যবহার কমাতে নানা উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, টেকসই কোর ব্যাংকিং সূচকের মধ্যে ব্যাংকগুলোর ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকেও বিবেচনায় নেওয়া হয়েছে। এই কারণে নতুন অনেক ব্যাংক যুক্ত হচ্ছে, অনেকগুলো বাদ পড়েছে।

তবে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই মান যাচাইয়ের ক্ষেত্রে একটি ব্যাংকের পুরো আর্থিক চিত্র প্রকাশ পায়নি। ফলে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সেরা, এর মাধ্যমে তা বলা যাবে না।

এর আগে ২০২১ সালের তথ্যের ভিত্তিতে সাসটেইনেবল রেটিংয়ে তালিকায় সবচেয়ে ভালো করেছিল ১০ ব্যাংক ও ৫টি আর্থিক প্রতিষ্ঠান। সেবার তালিকায় থাকা ব্যাংকগুলো ছিল ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও সিটি ব্যাংক।

আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.