শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার আবারও কারগরি ত্রুটির কবলে পড়েছে। আজ লেনদেন হওয়া শেয়ার এখন পর্যন্ত নিষ্পত্তি করতে পারেনি প্রতিষ্ঠানটি।
জানা গেছে, প্রতিদিন বিকেল ৩টা বা সাড়ে ৩টার মধ্যে প্রতিদিনের লেনদেনের শেয়ার নিষ্পত্তি হলেও রোববার (৬ আগস্ট) রাত ৮.৩০ নাগাদ প্রায় ৬৪টি প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি করতে পারেনি ডিএসই।
এ বিষয়ে ডিএসইতে যোগাযোগ করা হলে জানা যায়, কিছু প্রতিষ্ঠানের লেনদেন স্যাটেলে সমস্যা হয়েছে। কাজ চলছে আশা করছি খুব শিগগির সমাধান হয়ে যাবে।