ব্লক মার্কেটে লেনদেন ২৯ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬২টি কোম্পানির মোট ২৯ কোটি ৮৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৫ কোটি ৯৫ লাখ, দ্বিতীয় স্থানে সি অ্যান্ড এ টেক্সটাইলের ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ও তৃতীয় স্থানে রেনেটার ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার এবং টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ,অ্যামারেল্ড অয়েলের ২ কোটি ২২ লাখ ৪৯ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬ লাখ ৬৪ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৮১ লাখ ৮২ হাজার, মেট্রো স্পিনিংয়ের ৭৩ লাখ ৪০ হাজার, রবি আজিয়াটার ৬৪ লাখ ২৪ হাজার এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।