আজ: শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ইং, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ অগাস্ট ২০২৩, বুধবার |

kidarkar

ঢাকার সড়ক -অলিগলি দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গত কয়েকদিন বৃষ্টি থাকলেও আজ (বুধবার) সকাল থেকে আকাশে ছিল সূর্যের প্রখর রোদ। সকাল থেকে একটানা রোদ থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তবে দুপুরের পর মেঘ চলে আসে ঢাকার আকাশে, তারপর অঝোরে ঝরে বৃষ্টি। যার মাত্রাও ছিল বেশ। এই কিছুক্ষণের বিরতিহীন বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার বহু সড়ক ও অলিগলি।

বুধবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা চলে টানা সাড়ে ৫টা পর্যন্ত। এরপর বৃষ্টির তীব্রতা কমেছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি এখনও ঝরছে (সন্ধ্যা ৬টা)। আনুমানিক দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানীর অনেক প্রধান সড়ক, অলিগলি ও পাড়া-মহল্লা।

মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে জমে থাকা পানির মধ্যেই চলছে বিভিন্ন যানবাহন। জলাবদ্ধ সড়কে যানবাহনগুলো চলচল করায় সড়কে যেন মৃদু ঢেউয়ের সৃষ্টি হচ্ছে।

বৃষ্টির মধ্যে বাসযোগে শান্তিনগর-মালিবাগ হয়ে কাজে যাচ্ছিলেন বাংলাদেশ সাধারণ নাগরিক পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ। বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনভোগান্তির কথা উল্লেখ করে তিনি, শান্তিনগরে শান্তি নেই। কিছুক্ষণের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে গেছে পুরো শান্তিনগর এলাকা। মালিবাগ ফ্লাইওভারের নিচেও অনেক জলাবদ্ধতা হয়েছে। এর ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে অফিস ফেরত মানুষ ভোগান্তিতে পড়েছে। এছাড়া শনির আখড়া এলাকায় আমার বাসা। সেদিকেও নাকি জলে থই থই করছে।

এদিকে আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট হয়ে নতুন রাস্তা দিয়ে মহাখালীর দিকে এসেছেন সিএনজি অটোরিকশা চালক হাবিবুর রহমান। তিনি বলেন, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার নতুন রাস্তা পুরোটাই পানিতে ডুবে গেছে। বৃষ্টির পরেই এই সড়কে জলাবদ্ধতা হয়েছে। সেই পানিতে আমার অটোরিকশার চাকা ডুবে ইঞ্জিনে পানি ঢুকেছে। পরে স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল। মোহাম্মদপুর এলাকাতেও জলাবদ্ধতা হয়েছে বলে জানিয়েছে এক অটোরিকশা চালক। ওই অটোরিকশারও ইঞ্জিন বন্ধ হয়ে গেছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনেও সড়কে জলাবদ্ধতার খবর জানিয়েছেন সেখানে থাকা । পাশাপাশি ধানমন্ডি, মিরপুর ও হাতিরঝিল সড়কে বিভিন্ন অংশে ব্যাপক জলাবদ্ধতা হয়ে যানচলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

মতিঝিলের অফিস থেকে বের হওয়া বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, অফিস থেকে বের হয়ে সড়কে দেখি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরে জুতা হাতে নিয়ে প্যান্ট গুটিয়ে বাস কাউন্টারের সামনে আসতে হলো। এছাড়া জলাবদ্ধতার কারণে সড়কে যখন যানবাহন চলছে, তখন ঢেউ এসে আছড়ে পড়ছে পথচারীর গায়ে। এখানকার পুরো এলাকা জুড়েই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো ছবি ও ভিডিও দেখে বোঝা যাচ্ছে, পুরো ঢাকা শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি সব জায়গাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.