আজ: সোমবার, ০২ অক্টোবর ২০২৩ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ অগাস্ট ২০২৩, বুধবার |


kidarkar

আইএফআইসি ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়েছে “জাতীয় শোক দিবস-২০২৩”। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে শুরু হয় জাতীয় শোক দিবস পালন কর্মসূচীর।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইএফআইসি টাওয়ারে রোপন করেন ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা। একই ধারাবাহিকতায় সকাল ১১ টায় আইএফআইসি টাওয়ার মাল্টিপারপাস হলে শুরু হয় ‘স্মরণ সভা ও দোয়া মহফিল’। সভায় দেশব্যাপী সকল শাখা-উপশাখার কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি ভার্চুয়ালী এ সভায় অংশ গ্রহণ করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এৗতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। পরিশেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার এর বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে আগস্ট মাসব্যাপী ব্যাংকের সকল কর্মীরা কালো ব্যাচ ধারণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে। এর আগে গত ১৪ আগস্ট অনুষ্ঠিত ৮৬৫তম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পরিচালকবৃন্দ শোক দিবসকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করেন। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখায় পবিত্র কোরআন খতম এর আয়োজন করা হয়। এছাড়া আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা সমূহের মাধ্যমে ‘মানবিক সহায়তা কার্যক্রম’ এর আওতায় বিভিন্ন এলাকায় প্রান্তিক জানসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, দিবসটিকে কেন্দ্র করে জাতীয় বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, বিশেষ কাটআউট স্থাপন, গ্রাহকদের বৃক্ষরোপণে উদ্ধুদ্ধ করতে ক্ষুদে বার্তা প্রেরণসহ বিভিন্ন উৎকর্ষ মূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.