হতাশার পুঁজিবাজারে লেনদেন নামল ৩০০ কোটির নিচে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসিইতে লেনদেন আরও তলানিতে নেমেছে। এদিন ডিএসইর লেনদেন ৩০০ কোটির নিচে অবস্থান করছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৫২ কোটি টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৫১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।