আজ: বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ অগাস্ট ২০২৩, রবিবার |


kidarkar

পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষে আগুন, নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের পিন্ডি ভাটিয়ান শহরে একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার ভোরবেলায় ঘটেছে এই দুর্ঘটনা।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে এগিয়ে আসতে থাকা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখী সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে গিয়ে তা বাস এবং পিকআপ— উভয়কে গ্রাস করে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক।

পিন্ডি ভাটিয়ান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবত উদ্ধার করা সম্ভব হতো না।’

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত দুর্যোগ। প্রায় প্রতি মাসে দেশটির বিভিন্ন জেলায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে।

গত জুলাই মাসে পাঞ্জাবের রাজনপুর জেলায় একটি বাস উল্টে গিয়ে ৫ জন নিহত হন, আহত হন আরও ২০ জন।

সূত্র : জিও নিউজ


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.