সাসটেইনেবিলিটি বন্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন করেছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল

নিজস্ব প্রতিবেদক: প্রধান ব্যাবস্থাপক এবং উপদেষ্টা হিসেবে ২৬৭ কোটি টাকার সাস্টেইনেবল বন্ডের সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন করেছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (ICMA) সাস্টেইনেবল বন্ড গাইডলাইন ২০২১ অনুসরণ করে ইস্যুকৃত এ বন্ড দেশের প্রথম টেকসই বন্ড। আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডি’স ইনভেস্টর সার্ভিস সিঙ্গাপুর (পিটিই) দ্বারা স্বীকৃত টেকসই বন্ডটির ঝুঁকি নিরিসনে দায়িত্ব পালন করছে মরিশাস ভিত্তিক গ্যারান্টি প্রদানকারী কোম্পানি গ্যারান্টকো (GuarantCo.)। এই বন্ডের গ্রাহক আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
৭ বছর মেয়াদী দেশের প্রথম সাস্টেইনেবল এই বন্ডটি ইস্যু করেছিল রানার অটোমোবাইলস পিএলসি। মার্চেন্ট ব্যাংক গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড’র তত্ত্বাবধানে এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ঋণ সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ময়মনসিংহের ভালুকায় রানারের ৪ মেগাওয়াট শক্তি সম্পন্ন সৌরবিদ্যুৎ প্ল্যন্টের নির্মাণ কাজে ব্যয় হবে। যার ৩ মেগাওয়াট উৎপাদন কারখানার চাহিদা পূরণে কাজে লাগানো হবে এবং বাকী অংশ থেকে প্রাপ্ত আয় প্রান্তিক গ্রাহকদের ঋণ সুবিধা প্রদানে ব্যবহার করা হবে।
সম্প্রতি গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক দেশের বেস্ট মার্চেন্ট ব্যাংক হিসাবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও গ্রীন ডেল্টা ক্যাপিটাল দেশের বিভিন্ন কর্পোরেট ও শিল্প প্রতিষ্ঠানকে কৌশলগত আর্থিক পরামর্শ প্রদানের পাশাপাশি জনসাধারনের আর্থ সামাজিক উন্নয়নে বিগত ১ যুগ ধরে কাজ করে যাচ্ছে।