আজ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ইং, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ অগাস্ট ২০২৩, সোমবার |


kidarkar

ঝড় হিলারি তাণ্ডবে বিপর্যস্ত মেক্সিকো-আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক : হিলারি ঝড়ের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। মেক্সিকোয় তাণ্ডব চালানোর পর রবিবার ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে গ্রীষ্মমন্ডলীয় ঝড়।

জানা গেছে, ঝড়টি প্রথমে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিতে আঘাত হানে। সেখানে গাড়ি দিয়ে যাওয়ার সময় পানির তোড়ে ভেসে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন।

মেক্সিকোর শহর এনসেনাডা থেকে প্রায় ২৫০ মাইল দূরে ঝড়টি স্থলভাগে প্রবেশ করে। রবিবার ঝড়টি স্থলভাগে প্রবেশ করার পর তিহুয়ানার দিকে এগোতে শুরু করে।

ঝড়টি স্থলভাগে প্রবেশ করার আগে থেকেই গোটা অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হয়ে যায়। সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস। তারই দাপটে বাহা ক্যালিফোর্নিয়া-সহ একাধিক জায়গায় বন্যা শুরু হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বিস্তীর্ণ অঞ্চলে প্রায় ৯০ লাখ মানুষ এই ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আমেরিকায় অনেককেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাহা ক্যালিফোর্নিয়া এবং আমেরিকার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে মনে করা হচ্ছে। দুই অঞ্চলেই ফ্লাশ ফ্লাড হবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। এরই মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যা আটকাতে রাস্তার ধারে ধারে বালির বস্তা বসানো হয়েছে। ৮৪ বছর পর এই অঞ্চলে এই ধরনের ঝড় আঘাত হেনেছে বলে হাওয়া অফিস জানিয়েছে।

পাম স্প্রিংয়ের মতো শহরে ছয় থেকে ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। যেখানে বছরে এখানে বৃষ্টিপাতের পরিমাণ চার দশমিক ছয় ইঞ্চি।

সান দিয়েগোর অধিকাংশ উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বেসবল ম্যাচও অন্য অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে। তারই মধ্যে ঝড়ের দাপট। ফলে এলাকার সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন, ওয়েদার


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.