নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের এসএমইতে তালিকাভুক্ত এমকে ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এমকে ফুটওয়্যার ‘অপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে। এই ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৬ কোটি ২৫ লাখ টাকা বা ৫ শতাংশ শেয়ারের মালিক হতে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এমকে ফুটওয়্যার এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রসঙ্গ, গত ২৬ জুন পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করে এমকে ফুটওয়্যার।