দরপতনের শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৮২ বারে ৩১ লাখ ২ হাজার ৬৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৪ শতাংশ কমেছে। ফান্ডটি ২১৬ বারে ৬ লাখ ৮ হাজার ৯৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০২ বারে ৫৮ হাজার ৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- শ্যামপুর সুগার মিলসের ৩.৩৩ শতাংশ,সোনারগাঁও টেক্সটাইলের ৩.১৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩.১৬ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩.০৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.০১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ২.৯৪ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ২.৯১ শতাংশ শেয়ারদর কমেছে।