আজ: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অগাস্ট ২০২৩, মঙ্গলবার |


kidarkar

কৃষকদের বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক


নিজস্ব প্রতিবেদক: খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে নোয়াখালীর সেনবাগে কৃষকদের মাঝে বিনামূল্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় এসকল মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ আগস্ট) সেনবাগ উপজেলা কৃষি অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সেনবাগের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষক প্রতিনিধিদের মাঝে ১০ টি পাওয়ার টিলার মেশিন হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ আলম ও সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী। এসময় মার্কেন্টাইল ব্যাংকের সেনবাগ শাখা প্রধান মোহাম্মদ জহির আলম, স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.