আজ: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অগাস্ট ২০২৩, মঙ্গলবার |


kidarkar

আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের


আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ আগস্ট) আল-আইন এলকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবুধাবি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সাহ সড়কে দুই গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

উম্মে গাফা এলাকার শহীদ ওমর আল মুকবালি মসজিদে যোহরের নামাজের পর তাদের জানাজা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর আল-আইনের উম্মে গাফা কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন আলি-আহমেদ আলি আল সাদি, আলী খামিস মুহাম্মাদ আল সাদি, হাম্মুদ আব্দুল আজিজ আলী আল সাদি, রশিদ আবদুল্লাহ মুহাম্মাদ আল সাদি ও আবদুল্লাহ আলি আবদুল্লাহ ঈদ আল কুতবি।

এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে।

এদিকে আমিরাতের আজমান শহরে একটি শপিংমলে আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও দমকলকর্মীদের চেষ্টায় তা এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.