জামায়াতের আমিরসহ ৯৬ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১১ বছর আগে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। আগামী ১৭ সেপ্টেম্বর মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
কারাগারে থাকা ডা. শফিকুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারকে আজ আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিরাও আদালতে হাজিরা দেন।
তাদের পক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে হেমায়েত উদ্দিন খান (হিরণ) আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০-৩০০ নেতাকর্মী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও শীর্ষ নেতাদের কারামুক্তির দাবিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় মিজানুর রহমান সুমন বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ৯৭ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আউয়াল হোসেন। তাদের মধ্যে আসামি আব্দুল জব্বার মারা গেছে।