আজ: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অগাস্ট ২০২৩, শনিবার |


kidarkar

সাপ্তাহিক গেইনারের শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ


নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্টিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪২.৮১ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ৮০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৪ লাখ টাকা।

এসকে ট্রিমস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ১২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.