আজ: মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অগাস্ট ২০২৩, শনিবার |


kidarkar

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে দুই হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক :তিন দিন উত্থান আর দুই দিন সূচক পতনের মধ্যদিয়ে আগস্ট মাসের আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে দাম কমার বিপরীতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। ফলে বিদায়ী সপ্তাহে বেড়েছে  লেনদেন ও সূচক। আর তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি বেড়েছে দুই হাজার কোটি টাকা।

আগস্ট মাসের চতুর্থ সপ্তাহে ৯৭টি কোম্পানির শেয়ারে দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৬০টি কোম্পানির শেয়ারের দর। আর তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে, গত ২০ আগস্ট সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৫ হাজার ২২৪ কোটি ৮৯ লাখ বিশ হাজার টাকা।

অর্থাৎ টাকার অঙ্কে পুঁজি বেড়েছে এক হাজার ৮৮৮ কোটি টাকা। যা শতাংশের হিসেবে বেড়েছে দশমিক ২৪ শতাংশ। এর আগের মূলধন কমেছিল ৫ হাজার ৮৭১ কোটি ৬ লাখ ৭৫ হাজার ৯৪৬ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে বাজারে লেনদেন হয়েছে মোট ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর মধ্যে টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯৭টির, তার বিপরীতে কমেছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ২০৬টির।

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৩৬টির, কমেছিল ১৪৪টির আর অপরিবর্তিত ছিল ২২৫টি কোম্পানির শেয়ারের দাম।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ২৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক সাত পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে আট পয়েন্ট বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৯০ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ সাতশ কোটি টাকার শেয়ার লেনদেন বেড়েছে, শতাংশের হিসাবে যা ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৯২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এসময়ে লেনদেন হয়েছে ৬৪ কোটি ২ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.