আজ: বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ অগাস্ট ২০২৩, রবিবার |


kidarkar

পুলিশভ্যানে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ পুলিশ সদস্যের


নিজস্ব প্রতিবেদক : ট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে উঠে যাওয়া এক পুলিশ পিকআপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, কনস্টেবল মিজান, ইস্কান্দার ও হোসাইন। তারা সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। আহতরা হলেন-উপ পরিদর্শক (এসআই) সুজন শর্মা, চালক কনস্টেবল সমীর দাস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানান, চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ফকিরহাট ক্রসিংয়ে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক কনস্টেবলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বলেন, পুলিশের গাড়ি দুর্ঘটনায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহত তিনজনই পুলিশের কনস্টেবল। আহত অন্য তিনজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.