দরপতনের শীর্ষে জিকিউ বলপেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০৪ বারে ৭১ হাজার ৯৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আরামিট সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬১ বারে ৩৫ হাজার ৫৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৫ বারে ৪ হাজার ৮৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এ্যাপেক্স ফুটওয়্যারের ১.১৩ শতাংশ, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১.১০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ০.৯৮ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ০.৮৯ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ০.৮৭ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ০.৮৪ শতাংশ এবং ইনটেচ লিমিটেডের ০.৭৯ শতাংশ শেয়ারদর কমেছে।