এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে আমারপে’র কিস্তি সুবিধা

নিজস্ব প্রতিবেদক: এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকবৃন্দ স্ফটটেক ইনোভেশন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আমারপে’র অনলাইন কেনাকাটায় সুদবিহীন ৩৬ মাসের কিস্তি সুবিধা পাবেন। সম্প্রতি এনসিসি ব্যাংক এবং আমারপে’র মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এবং স্ফটটেক ইনোভেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম ইশতিয়াক সারোয়ার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
এনসিসি ব্যাংকের এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক, হেড অব কার্ডস জোবায়ের মাহমুদ ফাহিম এবং আমারপে’র চীফ অপারেটিং অফিসার আব্দুল মুক্তাদির আজাদ, ডেপুটি ম্যানেজার মেরাজুন নাহেরসহ এনসিসি ব্যাংকের কার্ড ডিভিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।