ক্রীড়া সংগঠক ও সাংবাদিক কাজী শাহেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ স্থানীয় সংগঠক এবং বিশিষ্ট সাংবাদিক কাজী শাহেদ আহমেদ। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ পদে ছিলেন তিনি। সোমবার (২৮ আগস্ট) তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বড় সন্তান কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘আজ সন্ধ্যায় বাবাকে হারিয়েছি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’ পরিবার এখনো জানাজার সময় ঠিক করেনি।
বিগত কয়েক বছর ধরেই কাজী শাহেদ শারীরিক জটিলতা সহ নানাবিধ রোগে ভুগছিলেন। দেশে ও দেশের বাইরে চিকিৎসাধীন ছিল। সকল চেষ্টা ব্যর্থ করে দুনিয়া ত্যাগ করেছেন এই কৃতি সংগঠক।
৭৫ পরবর্তী দুঃসময়ে ঢাকা আবাহনীর হাল ধরেছিলেন কাজী শাহেদ আহমেদ৷ সেই থেকে অদ্যাবধি তিনি আবাহনীর সঙ্গেই রয়েছেন। তার তিন সন্তান কাজী নাবিল, কাজী আনিস ও কাজী ইনাম তিনজনই আবাহনী ক্লাবের পরিচালক। বাবার উত্তরসূরি হিসেবে দুই সন্তান ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কাজী নাবিল বাফুফে সহ-সভাপতি পদে আছেন ২০০৮ সাল থেকে। ২০১৩ সাল থেকে কাজী ইনাম ক্রিকেট বোর্ডের পরিচালক।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।
মুক্তচিন্তা ও মুক্তিযুদ্ধের চেতণা লালনকারী প্রগতিশীল চিন্তা-চেতণায় বিশ্বাসী এ গুণী মানুষটির প্রতি বিনম্র শ্রদ্ধা।