দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমস

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৮৮ বারে ২৬ লাখ ৭৭ হাজার ১৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অ্যামারেল্ড অয়েলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ৪ হাজার ৪৪২ বারে ১২ লাখ ২৯ হাজার ৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭ লাখ টাকা।।
তালিকার ৩য় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ৬২৭ বারে ২১ হাজার ৪১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিংয়ের ৩.৪০ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৩.০৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৬৮ শতাংশ, মনোস্পুল পেপারের ২.৫২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ২.৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.০৮ শতাংশ এবং জেমিনি সি ফুডের ১.৮৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।