আজ: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অগাস্ট ২০২৩, বুধবার |


kidarkar

‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা


নিজস্ব প্রতিবেদক : বিশ্বে বায়ুদূষণের মাত্রায় বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ আজ সকাল সাড়ে ৯টায় ঢাকার অবস্থান প্রথম।

বুধবার (৩০ আগস্ট) সুইজারল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ১৭৬। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আজ একই সময়ে বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। একিউআই সূচকে শহরটির স্কোর ১৬৩। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা। শহরটির স্কোর ১৫৪
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে বায়ুর মান মাপা হয়। বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম-২.৫–এর পরিমাণ পরিমাপ করে বায়ুর মান নির্ধারণ করা হয়।

এয়ার ভিজ্যুয়ালের হিসাবে, বায়ুর মান ০ থেকে ৫০ থাকলে ওই স্থানের বায়ুমান ভালো বলে বিবেচিত হয়, আর বায়ুমান ২০০ থেকে ৩০০–এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং বায়ুর মান ৩০০ থেকে বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধু বায়ুদূষণের কারণে প্রত্যেক বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। একটি বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে ২০১৯ সালে ঢাকায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.