বাবর-রিজওয়ানে ব্যাটে ঘুরে দাঁড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ২৫ রানে নেই ২ উইকেট। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল পাকিস্তান। সেই ধাক্কা সামলে উঠেছেন বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান।
অভিজ্ঞ এই যুগলের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১১২ রান। বাবর আজম ৪৩ আর আঘা সালমান শূন্য রানে অপরাজিত আছেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর। ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ফাখর জামান (১৪)। পরের ওভারে ইমাম উল হক হন রানআউটের শিকার (৫)।
সেখান থেকে বাবর আর রিজওয়ানের প্রতিরোধ। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৮৬ রান। অবশেষে এই জুটিটি ভাঙে রিজওয়ান রানআউটের ফাঁদে পড়লে। ৫০ বলে ৬ বাউন্ডারিতে ৪৪ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।