শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, তামিমের অভিষেক

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে এই ম্যাচ দিয়েই। বাংলাদেশের শিবিরে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। ছবি : বিডিক্রিকটাইম
ইনিংসের উদ্বোধনীতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে, সাথে থাকবেন মোহাম্মদ নাঈম শেখ । তিনে আছেন নাজমুল হোসেন শান্ত। শক্তপোক্ত মিডল অর্ডারে সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম খেলবেন। এই তিনের ওপর বড় আস্থা আছে দর্শকদের। আলোচিত সাত নম্বর পজিশনে খেলবেন মেহেদী হাসান মিরাজ । বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজের সাথে আছেন শেখ মেহেদী হাসান। একাদশে আছেন তিন পেসার – তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার একাদশও বেশ শক্তিশালী। অভিজ্ঞ পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কারা থাকবেন ব্যাটিং ইউনিটে। তাছাড়া ধনঞ্জয়া ডি সিলভা এবং দাসুন শানাকারা শেষ দিকে ঝড় তোলার জন্য প্রস্তুত থাকবেন। কাসুন রাজিথা, মাথিশা পাথিরানাদের নিয়ে গড়া পেস আক্রমণ কিছুটা অনভিজ্ঞ হলেও চেনা কন্ডিশনে ব্যাটারদের বেকায়দায় ফেলতে পারেন। জমজমাট এক ম্যাচই
এক নজরে দুই দলের একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা : দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা