আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এর সাথে এনআরবিসি ব্যাংক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) ১৫টি ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করে আসছে।
ফান্ডসমূহের ইউনিট বিক্রয় বৃদ্ধিকরণের লক্ষ্যে বিক্রয় প্রতিনিধি হিসেবে এনআরবিসি ব্যাংক এর সাথে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর
একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ০৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সন্ধ্যা ৭:০০ ঘটিকায় এনআরবিসি ব্যাংক, প্রধান কার্যালয়, ১১৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন এবং উপ-ব্যবস্হাপনা পরিচালক জনাব এ.টি.এম. আহমেদুর রহমান এর উপস্থিতিতে সম্পন্ন হয়।
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহমুদা আক্তার এবং এনআরবিসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম আউলিয়া স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আইসিবি’র মহাব্যবস্হাপকগণসহ আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং এনআরবিসি ব্যাংক এর উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।