নর্দার্ন জুটের কারখানায় ঢুকতে পারেনি ডিএসই
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানির সর্বশেষ অবস্থা জানতে সম্প্রতি ডিএসইর একটি পরিদর্শক দল নর্দার্ন জুটের কারখানা পরিদর্শনে যান। কিন্তু কোম্পানিটির কারখানা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় দলটি ভেতরে ঢুকতে পারেনি। তাই কারখানার উৎপাদনের সর্বশেষ অবস্থাও জানতে পারেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য,১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ২১ লাখ ৪২ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে ১৫ দশমিক ০৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার।
এই শেয়ারহোল্ডারদের গত তিন বছর ধরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।