কাল বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে মেসিরা
স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলের বিরতি টেনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে ফের জাতীয় দলের জার্সি গায়ে তুলছেন লিওনেল মেসিরা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে নামবেন আর্জেন্টিনা।
আগামীকাল (শুক্রবার) ভোর ৬টায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মেসিরা। ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাবে মহাতারকা মেসিকে। বাছাইপর্বে এবারের আন্তর্জাতিক সূচিতে দুটি ম্যাচ রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের। তাদের অপর প্রতিপক্ষ বলিভিয়া।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। নানা কারণে এবার দল যাচাই-বাছাই করতে বেশি সময় লেগেছে স্কালোনির। দলে কিছু খেলোয়াড়ের চোটের শঙ্কা এবং অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্য দুটি দল গড়তেই এই বিলম্ব। শেষ পর্যন্ত ৩২ সদস্যের দলে ঠাঁই হয়নি ইনজুরিতে থাকা পাউলো দিবালা, মার্কোস আকুনা, জেরোনিমো রুলি এবং লো সেলসোর। তবে ডাক পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।