বন্ধ নর্দার্ণ জুটের হেড অফিসও অন্য কোম্পানির দখলে
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানা দীর্ঘদিন বন্ধ আর এদিকে হেড অফিসও বর্তমানে ওএমসি লিমিটেডের দখলে। অর্থাৎ কোম্পানিটির হেড অফিস এখন ওএমসি লিমিটেড ব্যবহার করছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল কোম্পানিটির ঢাকার হেড অফিস পরিদর্শন করলে এমন চিত্র দেখা যায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জারা গেছে,এর আগে গত ৪ সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল নর্দার্ণ জুটের কারখানা পরিদর্শন করে। কারখানাটি বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে প্রতিনিধি দল নর্দার্ণ জুটের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি।
উল্লেখ্য, পুঁজিবাজারে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড তালিকাভুক্ত হয় ১৯৯৪ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমদিত মূলধন ১০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ১৫.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদেরে হাতে ৮৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে।