আজ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ইং, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার |


kidarkar

মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা


আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলন চলছে ভারতে।সম্মেলনের দ্বিতীয় দিন আজ। আর এই দিনে সম্মেলন শুরুর আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হয়েছেন শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা।

রবিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

বৃষ্টিস্নাত সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করতে আসা জি-২০ বিশ্ব নেতাদের স্বাগত জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গ এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রথমে রাজঘাটে পৌঁছান।

হিন্দুস্তান টাইমস জানায়, সম্মেলনের দ্বিতীয় দিনে এক ভবিষ্যত’ শিরোনামে শীর্ষ সম্মেলনের তৃতীয় অধিবেশন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তারপরে নয়া দিল্লি নেতাদের ঘোষণাপত্র গৃহীত হবে৷

এদিকে রবিবার দিল্লির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র দিল্লি এবং আশেপাশের অঞ্চলগুলিতে বজ্রঝড়ের সাথে হালকা থেকে মাঝারি তীব্রতার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.