উদ্বোধন হলো আইপিডিসি’র ‘নড়াইল এক্সপ্রেস জিম’

নিজস্ব প্রতিবেদক: ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্সের সহযোগিতায় নড়াইলে ‘নড়াইল এক্সপ্রেস জিম’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্মিত জিমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জিমটির উদ্বোধন করেন আয়োজনের সভাপতি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ও আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামসসহ প্রতিষ্ঠানটির আরও কজন ঊর্ধতন কর্মকর্তা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ ফাউন্ডেশনের আরও কিছু সদস্য, খেলোয়াড়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।
আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই জিমটির মূলমন্ত্র ‘সুস্বাস্থ্যের উল্লাসে জাগো উচ্ছ্বাসে’। সুস্বাস্থ্যের অধিকারী বিশ্বমানের খেলোয়াড় গড়ে তুলে এই জিম নড়াইলের ক্রীড়াঙ্গনকে গর্বিত করবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, “খেলোয়াড়দের উন্নত শারীরিক সক্ষমতা অর্জনের জন্য জিমের গুরুত্বের বিষয়টি উপলব্ধি করেই একটি অত্যাধুনিক জিম প্রতিষ্ঠার চিন্তা মাথায় আসে। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে এ জিম ব্যাপক ভূমিকা রাখবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যাত্রার প্রায় শুরু থেকেই আইপিডিসি আমাদের পাশে থেকেছে, সহযোগিতা করেছে। একটি ভালো মানের জিম নির্মাণের যে ইচ্ছা আমাদের ছিল তা পূরণেও আইপিডিসি আমাদেরকে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অবদান প্রসঙ্গে জানাতে গিয়ে তিনি আরও বলেন, “ফাউন্ডেশনটি একটি স্পোর্টস একাডেমি গঠন করেছে যেখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল ও অ্যাথলেটিক্সে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়। সবাই হয়তো জাতীয় দলে খেলার সুযোগ পায় না, কিন্তু দক্ষ খেলোয়াড় হয়ে বিভাগভিত্তিক খেলাগুলোতে অংশগ্রহণ করে নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী করছেন। অনেকেই এই ফাউন্ডেশনের প্রশিক্ষণ গ্রহণ শেষে খেলোয়াড় কোটায় সরকারি বাহিনীগুলোতে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন, বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির পাশাপাশি যেটা বাড়তি মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটির জন্য।”
আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে চলমান অগ্রগতি তারুণ্যের মাধ্যমেই সাধিত হচ্ছে। তারুণ্যের সক্ষমতায় তাই বিশ্বাস রাখে আইপিডিসি। এ কারণেই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর নানা উদ্যোগের সাথে শুরু থেকেই কাজ করে আসছে। ফাউন্ডেশনটির কাজগুলোর সাথে যুক্ত হওয়ার পেছনে প্রধান কারণ আমরা ভালো কাজের সাথে, তারুণ্যের অসামান্য শক্তির সাথে থাকতে চেয়েছি। আমরা বিশ্বাস করি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন-এর সুদক্ষ নেতৃত্বে নড়াইল জেলা থেকে বিশ্বমানের খেলোয়াড় উঠে আসবে এবং আগামীতে শুধু নড়াইল না বরং গোটা দেশের প্রতিনিধিত্ব বিশ্বমঞ্চে আমাদের মুখ উজ্জ্বল করবে।”