কীভাবে এত উন্নয়ন হয়েছে, তা দেখতে এসেছি: জাতিসংঘের সহকারী মহাসচিব
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কীভাবে এত উন্নয়ন হয়েছে, তা দেখতে এসেছেন বলে জানান জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, আমরা অনেক পরিবর্তন দেখেছি। কাজেই জাতিসংঘ ও ইউএনডিপির জন্য উন্নয়ন এজেন্ডা নিয়ে আলোচনাই এখানে বেশি গুরুত্ব পেয়েছে। আমরা কেবল বাংলাদেশের একটি অংশকেই বেশি গুরুত্ব দিচ্ছি না, বরং পুরো বাংলাদেশের জন্য এটি। এ কারণেই মূলত আমি এখানে এসেছি। এছাড়া বাংলাদেশে কীভাবে এত উন্নয়ন হয়েছে, তাও দেখতে এসেছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভাসানচর ও কক্সবাজারে গিয়েছিলাম। আমি বাংলাদেশে অনেকবার এসেছি। আমি এখানে কোনো একটি একক বিষয় নিয়ে আসিনি, সব বিষয় মাথায় নিয়েই এসেছি।
তবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।