ঘনীভূত হয়েছে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসগারে অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে।
অন্যদিকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। তাই উপকূলীয় এলাকায় দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে বুধবার থেকেই মৎস্য বন্দর খ্যাত মহিপুর ও আলীপুরের অধিকাংশ মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, উত্তাল ঢেউয়ের কারণে সাগরে টিকতে না পেরে অধিকাংশ মাছ ধরা ট্রলার ঘাটে আশ্রয় নিয়েছে। তবে কিছু ট্রলার সাগরে থাকলেও সেগুলো আজকের মধ্যে তীরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে। সেই সঙ্গে আগামি ৫ দিন উপকূলীয় এ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।