আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার |

kidarkar

শেষ মুহূর্তে হার এড়ালেন নেইমাররা

স্পোর্টস ডেস্ক : ভুলে যাওয়ার মতো ম্যাচ দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অভিষেক হলো নেইমারের। একে তো ছিলেন না নিজের সেরা ছন্দে, তার ওপর দেখতে হয়েছে হলুদ কার্ড।

দলও ছিল হারের মুখে। কিন্তু শেষ মুহূর্তে গোলে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল।

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ নেইমারকে রেখেই একাদশ সাজায় আল হিলাল। গতবারের রানারআপরা হার এড়িয়ে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে ইসমাইলোভের পোস্ট থেকে নাভবাহোরকে এগিয়ে দেন তোমা তাবাতাদজে। পিছিয়ে যাওয়ার আট মিনিট পরই হলুদ কার্ড দেখেন নেইমার। ক্ষোভের মাথায় প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা এবং বল দিয়ে আঘাত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই পকেট থেকে কার্ড বের করার সিদ্ধান্ত নেন রেফারি।

এর তিন মিনিট পর দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু তার ক্লোজ রেঞ্জের হেড সোজা চলে যায় নাভবাহোর গোলরক্ষক উতকির ইউসুপোভের হাতে। ম্যাচের যোগ করা সময়ে আরও একবার দুর্দান্ত এক সেভ দেন এই গোলরক্ষক। কিন্তু শেষ সময়ে দলের জয় রক্ষা করতে পারেননি। মাইকেলের কর্নার থেকে দারুণ এক হেডে আল হিলালকে সমতায় ফেরান আলি আল বুলাইহি। তাই এক পয়েন্ট নিয়েই এবারের আসরে খাতা খোলেন নেইমাররা।

গ্রুপ ডি এর অপর ম্যাচে ভারতীয় ক্লাব মুম্বাই সিটির বিপক্ষে ২-০ গোলে জয় পায় ইরানিয়ান ক্লাব নাসসাজি মাজান্দারান। আল হিলাল হোঁচট খেলেও জয় দিয়ে আসর শুরু করে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। জেদ্দায় উজবেক ক্লাব এজিএমকের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পায় করিম বেনজেমার দল।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.