অতিরিক্ত মূল্যে ডলার কেনাবেচা
শাস্তির মুখে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধান
নিজস্ব প্রতিবেদক : বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করায় বেসরকারি ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করা হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে এ বিষয় উল্লেখ করা হয়েছে।
ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার লেনদেনে আপনাদের ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান দায় এড়াতে পারেন না। ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না- চিঠি পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয়।
ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার (১৮ সেপ্টেম্বর) ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চিঠি পাওয়া ব্যাংকগুলো হলো: সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।