বঙ্গবন্ধুর সমাধিসৌধে ডিএসই’র এমডির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। যোগদানের পর আজ ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সকাল ১১ ঘটিকায় ডিএসই’র নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন৷
এ সময় তাঁর সাথে ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক জনাব আবুল কালাম আজাদ, ডিএসই’র প্রধান রেগুলেটরী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা জনাব সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোঃ ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব জনাব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, টুঙ্গিপাড়া উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি জনাব মোঃ রেজাউল হক বিশ্বাস সহ বিএসইসি এবং ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷