আজ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ইং, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার |

kidarkar

সাপ্তাহিক লেনদেনে সেরা ফু-ওয়াং ফুড

নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১২৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।সপ্তাহজুড়ে ৩ হাজার ৭১৮ কোটি ১৩ লাখ ২ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির  ১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির  ১ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ২২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, জেমিনি সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.