১০ জনের দল নিয়েও জয় ম্যানসিটির
স্পোর্টস ডেস্ক : গতবারের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি এবারও তাদের ধারাবাহিক জয়রথ ধরে রেখেছে। মৌসুমের ষষ্ঠ ম্যাচেও তাদের জয় পেতে কোনো বেগ পেতে হয়নি। যদিও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তারকা মিডফিল্ডার রদ্রিকে। তবে ১০ জনের দলের বিপক্ষেও সুবিধা আদায় করতে পারেনি নটিংহ্যাম। রেফারির চূড়ান্ত বাঁশি বেজে ওঠার পর ২-০ গোলের জয়ে ম্যানসিটি শেষ হাসি হাসে।
গতকাল (শনিবার) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে পুরো সময়জুড়েই ব্যস্ত ছিলেন রেফারি অ্যান্থনি টেলর। চরম মারমুখী দুই প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে তিনি একটি লাল কার্ডসহ মোট ১১টি হলুদ কার্ড দেখান। ইতিহাদের ক্লাবটির হয়ে এদিন একটি করে গোল করেছেন ফিল ফোডেন ও আর্লিং হালান্ড।
তবে টানা ষষ্ঠ ম্যাচ জয়ের দিনেও রদ্রির লাল কার্ডের জন্য বেশ ক্ষুব্ধ কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘রদ্রিকে শিখতে হবে। তার উচিত নিজের আবেগকে কন্ট্রোল করতে শেখা। আমি মাঠে খেলছি না, তাই আমার হলুদ কার্ড খেলেও সমস্যা নেই। কিন্তু রদ্রি সেটা করার সুযোগ নেই। মাঠে থাকা প্রত্যেক ফুটবলারকেই খুব সতর্ক থাকতে হবে।’
আগের মৌসুমে ৬-০ গোলে ম্যানসিটির কাছে হারের দুঃসহ স্মৃতি মাথায় নিয়ে এদিন খেলতে নেমেছিল ফরেস্টের খেলোয়াড়রা। এরপর ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই সিটিকে এগিয়ে দেন ফিল ফডেন। এরপর নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড সাত মিনিট পর ম্যাথুস নুনেসের ক্রস থেকে হেড করে দ্বিতীয়বার জাল কাঁপান। বল দখলে এগিয়ে থেকে প্রথমার্ধেই তারা লিড নেয় ২-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো পক্ষই। উল্টো শুরুতেই প্রতিপক্ষ ফুটবলারের গলা চেপে ধরে লাল কার্ড দেখেছেন সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। পরে পেপ গার্দিওলা জুলিয়ান আলভারেজের স্থলাভিষিক্ত করেন ডিফেন্ডার নাথান আকেকে। তার ক্রস ধরেই শেষদিকে দ্বিতীয় গোল পেতে পারতেন হালান্ড। কিন্তু আগের ম্যাচের মতো এবার গোলমিসের নজির দেখালেন তিনি।
এর আগে অবশ্য গোলের ব্যবধান কমাতে পারত ফরেস্টও। ৬৩তম মিনিটে দলটির অভিষিক্ত খেলোয়াড় নিকোলাস ডমিঙ্গুয়েজ ডানপাশের পোস্টের বাইরে দিয়ে শট নেন। এরপর এলাঙ্গার আড়াআড়ি শটও ঠেকিয়ে দেন সিটি গোলকিপার এডারসন। শেষ পর্যন্ত ধারালো আক্রমণ শাণিয়ে গোল পেতে চেষ্টা করলেও সফল হয়নি অতিথিরা। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা সিটির পয়েন্ট ১৮। পাঁচ ম্যাচ করে খেলে সমান ১৩ পয়েন্ট নিয়ে এরপর যথাক্রমে অবস্থান টটেনহাম, লিভারপুল ও আর্সেনালের।