আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার |

kidarkar

প্রাইম ব্যাংক ও লো মেরিডিয়ান ঢাকা-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ভিসা এবং মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড ও ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডারবৃন্দ এবং মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটি ব্যাংকিং) লো মেরিডিয়ান ঢাকা-তে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা পাবেন । এছাড়াও প্রাইম ব্যাংকের সকল কার্ড হোল্ডারবৃন্দ লো মেরিডিয়ান ঢাকা-তে রেস্টুরেন্টস, ক্যাফে এবং হেলথ ক্লাবের সদস্যপদ-এর উপর ১৫% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং লো মেরিডিয়ান ঢাকা-এর জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস গ্যাভরিয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী, কার্ডস ও এডিসি-এর প্রধান মাসুদুল হক ভূঁইয়া এবং লো মেরিডিয়ান ঢাকা -এর ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং জুবায়ের ফারুক চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.